ভারতে ফাইজারের পর এবার অক্সফোর্ডের টিকার জরুরি প্রয়োগের অনুমোদন চেয়েছে সেরাম ইন্সটিটিউট।
সোমবার এনডিটিভির খবরে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রকল্পের অন্যতম অংশীদার সেরাম ইন্সটিটিউট। ভারতে এই টিকার ওপর ট্রায়াল চালাচ্ছে তারা।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআইয়ের কাছে করা আবেদনে সেরাম ইন্সটিটিউট বলেছে, কোভশিল্ড নামের এই টিকা নিরাপদ। টিকাটি খুবই সহনীয়। করোনা প্রতিরোধে জনগোষ্ঠীর মধ্যে এই টিকা কার্যকরভাবে ব্যবহার করা যায়।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির পরীক্ষায় ৯০ শতাংশ পর্যন্ত কার্যকারিতার খবর পাওয়া গেছে।
এর আগে ৪ ডিসেম্বর ডিসিজিআইয়ের কাছে আবেদনটি জমা দেয় ফাইজার। তবে ভারতে কোনো টিকার অনুমোদন পেতে হলে তার স্থানীয় পর্যায়ে (ভারতে) ক্লিনিক্যাল ট্রায়ালের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু ফাইজার বা তার সহযোগী কোম্পানি ভারতে এ ধরনের ট্রায়ালের জন্য আগে কোনো আবেদন করেনি।