নগরীর পতেঙ্গা থানাধীন ষ্টীলমিল বাজার এলাকা থেকে মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান,তাজ কর্মজীবি সমবায় সমিতি সকল সদস্য বৃন্দরা।
২১ফেব্রুরায়াী রবিবার সকাল ৭ঘটিকার সময় চট্টগ্রামের কর্নফুলি ইপিজেড শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানান, তাজ কর্মজীবি সমবায় সমিতি সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দরা,
সকালে র্্যালীটি বের করেন তাজ কর্মজীবি সমবায় সমিতির নিজ কার্য্যলয় থেকে।
পরে তাজ কর্মজীবি সমবায় সমিতির বনভোজন এর আয়োজন করেন,বনভোজনটি চট্টগ্রাম ষ্টীলমিল টু আনন্দ বাজার সিবীচে এলাকায় উদযাপন করেন।
উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন, তাজ কর্মজীবি সমবায় সমিতির চেয়ারম্যান হোসনেরা আরা বেগম, ভাইস চেয়ারম্যান তানবিনা আরা রিমু,অর্থ সম্পাদক ফয়সাল আহম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক মমতাজ বেগম, এডভাইজার এম এ মোতালিব,সিনিয়র সদস্য মনছুর, সুমন ও প্রমুখ।
এসময় বনভোজন অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন,ম্যানেজার আইরিন,ফিল্ড ম্যানেজার,রাজিয়া,রুমি,
পারভীন,হাফিজা,মিনারা,
নাজিমা আক্তার তাজু,আরিফ,সেলিম,সাথী, রিনা,জেসমিন তাজমহল।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন, মর্ডাণ হারবার এর বিএস,জিএস,ডিএস,ও পিএস,আলহাজ্ব আব্দুল আলিম (হালিম) ডিসটিউট লিডার বৃন্দ সহ আরও অনেকেই।
বনভোজন অনুষ্ঠানের মধ্যে ছোট শিশু কিশোরদের নৃত্য প্রতিযোগীতা ও চেয়ার খেলা প্রতিযোগীতার ব্যবস্থা করেন,পরে সবার মাঝে পুরস্কার বিতরণ করেন তাজ কর্মজীবি সমবায় সমিতির চেয়ারম্যান হোসনেরা আরা বেগম।
বনভোজন অনুষ্ঠানটি আয়োজন করেন তাজ ইলেকট্রনিক।