চট্টগ্রামের কাট্রলী হাইওয়েতে যমুনা তৈল কোম্পানির গাড়ী থেকে দৈনিক ৪০হাজার
৪মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময়
চট্টগ্রামের কাট্রলী হাইওয়ের এলাকায় যমুনা তৈল কোম্পানির ড্রাইভার সরকারি তৈল চুরি করে বিক্রয় করছে,
সরেজমিনে গিয়ে দেখা যায় এই দৃশ্য, যমুনা তৈল কোম্পানির গাড়ীর নাম্বার চট্র মেট্রো ঢ,৪১-০২৯৭
তৈল চুরির বিষয়ে যমুনা কোম্পানির ড্রাইভার ফয়সালের কাছে জানতে চাইলে এস আর টিভিকে বলেন আমরা কিছু তৈল খুচরা বিক্রয় করতেছি।
সরকারি তৈল চুরির বিষয়ে আরিয়ান এর কাছে জানতে চাইলে আরিয়ান এস আর টিভিকে বলেন দিনদৈনিক একটি গাড়ী থেকে ৩০/৪০হাজার টাকার তৈল ক্রয় করে আসতেছি আমরা।
দৈনিক এক,একটি যমুনা কোম্পানির গাড়ী থেকে ৪০হাজার টাকার তৈল চুরি হচ্ছে, একটি গাড়ী থেকে ৪০হাজার টাকার তৈল নামানো হয়, সেক্ষেত্রে দেখা যায় ১০০শতটি গাড়ী থেকে দৈনিক ৪লাখ টাকার সরকারি তৈল চুরি হয়ে যাচ্ছে, গড় হিসাবে দেখা যাচ্ছে প্রতিমাসে কয়েক কোটি টাকার তৈল চুরি করে বিক্রি করে আসছে এই গাড়ীর ড্রাইভারেরা, দেখার কেউ নেই।
এব্যাপার এস আর টিভির সংবাদকর্মী যমুনা কোম্পানির মালিকের সাথে দেখা করতে গেলে মালিক বা পরিচালক নেই বলে জানান গেটে থাকা সিকিউরিটিরা।